টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা। পাশাপাশি সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে, যার ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। দরপত্র আহ্বানে চারটি প্রতিষ্ঠান অংশ নেয় এবং সবগুলো প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে যোগ্য বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশে সর্বনিম্ন দরদাতা সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেডের কাছ থেকে দুই লিটার পেট বোতলে প্রতি লিটার ১৮০ টাকা ৮৫ পয়সা দরে এই সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকার মোট ২৩ কোটি লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৫৫ লাখ লিটারের ক্রয়চুক্তি সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়। চুক্তি অনুযায়ী প্রতি মেট্রিক টন ইউরিয়ার দাম নির্ধারণ করা হয়েছে ৩৯০ মার্কিন ডলার।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরব থেকে মোট ছয় লাখ ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি করেছে সরকার। এর মধ্যে তিন লাখ ৩০ হাজার মেট্রিক টন নিয়মিত সরবরাহের জন্য এবং বাকি তিন লাখ মেট্রিক টন আপদকালীন ও জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য নির্ধারিত।

Share.
Exit mobile version