ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. কবির।
র্যাব জানায়, ঘটনার কয়েক দিন আগে মো. কবির সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সঙ্গে রাজধানীর বাংলামোটরে অবস্থিত হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সোমবার রাতে জানান, গ্রেপ্তার কবিরকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পল্টন মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

