ভারত ও ভারতীয় দোসরদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ‘আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটা লাশ পড়লে আমরাও লাশ নেব। কোনো সুশীলতা করে লাভ নেই। অনেক ধৈর্য হয়েছে।’

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘আমাদের অনিরাপদ করা হলে বাংলাদেশে ভারত ও ভিনদেশের স্বার্থ রক্ষাকারীদের নিরাপদে থাকতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের হাতে যখন এই মুজিববাদী, আওয়ামী লীগ ও ১৪ দলীয় সন্ত্রাসীদের ঘাঁটি ভেঙে দেওয়ার সক্ষমতা ছিল, তখন নিজেদের সংযমের কারণেই আজ তারা হামলার সাহস পেয়েছে। যদি ক্ষমা করে ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা করছি—আর ক্ষমা করা হবে না।’

দেশের রাজনৈতিক লড়াই প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ‘কিছু মানুষ দেশের ভেতরের রাজনৈতিক লড়াই দেশের বাইরে নিয়ে গেছে। তাদের হুঁশিয়ার করতে চাই—মুক্তির লড়াইও প্রয়োজনে দেশের বাইরে যাবে।’

আইনগত বিচার প্রক্রিয়া নিয়েও তিনি বক্তব্য দেন। বলেন, ‘আমরা বলেছি, আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার হোক। কিন্তু একদিকে বিচার চলবে, অন্যদিকে আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা ভারতে পালিয়ে গিয়ে সন্ত্রাস চালাবে—এটা আমরা মেনে নেব না।’

সমাবেশে মাহফুজ আলম আরও বলেন, ‘বাংলাদেশে যারা ভারত ও ভিনদেশিদের স্বার্থ রক্ষা করবে, তাদের নিরাপদে থাকতে দেওয়া হবে না। আমরা যদি নিরাপদ না থাকি, আমাদের শত্রুরাও নিরাপদ থাকবে না।’

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version