রাজধানীর হাতিরঝিল এলাকায় যুবদল নেতা আরিফ সিকদার হত্যাকাণ্ডের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (২৪ ডিসেম্বর) প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে খাদিজা ইয়াসমিনকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম নতুন করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সঙ্গে আর কারা এই হত্যাকাণ্ডে জড়িত, তা উদ্‌ঘাটনে আসামিকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে বলেন, খাদিজা ইয়াসমিনের সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা নেই।

আদালতের অনুমতি নিয়ে খাদিজা ইয়াসমিন আবেগাপ্লুত হয়ে বলেন, তাঁর বাবা অপরাধী হতে পারেন, কিন্তু তার দায় কেন তাঁর ওপর বর্তাবে। তিনি জানান, তাঁর ছোট সন্তান বর্তমানে প্রতিবেশীদের কাছে রয়েছে এবং তিনি নিজে চাকরি করে জীবন চালান।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাতে হাতিরঝিলের ‘দি ঝিল ক্যাফে’র সামনে ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক নেতা আরিফ সিকদারকে গুলি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তিনি মারা যান। এ ঘটনায় সুব্রত বাইনের সহযোগীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়।

গত ১৫ ডিসেম্বর কুমিল্লা কারাগারের সামনে থেকে খাদিজা ইয়াসমিনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ১৮ ডিসেম্বর তাকে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

Share.
Exit mobile version