বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সম্পূর্ণ নতুন প্লাগ-ইন হাইব্রিড গাড়ি ‘ডিপল এস-০৫ (Deepal S05)’। গাড়িটি বাংলাদেশের বাজারে এনেছে ডিপলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ডিএইচএস অটোস।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীতে ডিপল বাংলাদেশের শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানে গাড়িটির উন্মোচন করা হয়।
গাড়িটিতে রয়েছে পিএইচইভি (৪ সিলিন্ডার, ১৬ ভাল্ভ ভিভিটি) ইঞ্জিন এবং একটি ইলেকট্রিক মোটর, যা সর্বোচ্চ ১৬০/২১৮ এইচপি পাওয়ার ও ৩২০ এন-এম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে যুক্ত করা হয়েছে ২৭.২৮ কেডব্লিউএইচ ব্যাটারি, যা ফুল চার্জ ও ফুল ট্যাংকে সর্বোচ্চ ১,২৩৪ কিলোমিটার পর্যন্ত চলবে।
ডিপল এস-০৫–এ রয়েছে ইন্টেলিজেন্ট নয়েজ-ফ্রি কেবিন, অ্যাডভান্সড ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস), রিমোট স্ট্রেইট ইন অ্যান্ড আউট, এবং ৫৪০° ক্যামেরা ভিউ ফিচার। এসব প্রযুক্তি যাত্রাকে আরও নিরাপদ ও আরামদায়ক করবে।
ইন্টেরিওরে রয়েছে সিন্থেটিক লেদার সিট, ১৫.৪ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ১৪ স্পিকার সাউন্ড সিস্টেম, মাল্টিফাংশন স্টিয়ারিং হুইল, এবং প্যানোরামিক গ্লাসরুফ। গাড়িটি পাওয়া যাবে মুনলাইট হোয়াইট, ডিপ স্পেস ব্ল্যাক, অ্যান্ড্রোমেডা ব্লু, মারকিউরি সিলভার ও গ্যানিমিড গ্রে— এই পাঁচটি রঙে।
সুবিধা ও সার্ভিস
গাড়িটি বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে দেখা ও কেনা যাবে। ডিএইচএস অটোস জানিয়েছে, তারা ইতোমধ্যে সারাদেশে ২২টি ইভি চার্জিং স্টেশন স্থাপন করেছে। ক্রেতারা পাবেন বিনামূল্যে হোম চার্জার ইনস্টলেশন সুবিধা, ৫ বছরের ওয়ারেন্টি (শর্তসাপেক্ষে), ৩ বছরের ফ্রি সার্ভিস, এবং ইভি মোটর ও ব্যাটারিতে ৮ বছরের ওয়ারেন্টি। গাড়িটি রেজিস্ট্রেশন ব্যতীত বাজারে পাওয়া যাবে মাত্র ৫২ লাখ টাকায়।
লঞ্চিং ইভেন্টে উপস্থিত ছিলেন-চাঙ্গান সাউথ–ইস্ট এশিয়ার ভাইস প্রেসিডেন্ট (ডিজাইন) গুয়ান জিন, সেলস ম্যানেজার ডু কাইজিয়ান, ডিএইচএস অটোসের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, সিওও শিহাব আহমেদ, ও হেড অব সেলস আলফাত হোসেন খান।
ডিএইচএস অটোসের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, ডিপল এস-০৫ বাংলাদেশের ইভি মার্কেটে ব্যাপক সাড়া ফেলবে। এটি পারফরম্যান্স, প্রযুক্তি ও প্রিমিয়াম ফিলের এক নিখুঁত সংমিশ্রণ।
চাঙ্গানের সেলস ম্যানেজার ডু কাইজিয়ান বলেন, সাশ্রয়ী দামে উন্নতমানের গাড়ি দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডিপল এস-০৫ বাংলাদেশের ইভি সেক্টরে নতুন দিগন্ত উন্মোচন করবে।

