সেপ্টেম্বরে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে, যা আগের মাস আগস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিএসের তথ্যমতে, গত বছরের একই সময়ে অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ বছরওয়ারি হিসেবে কিছুটা স্বস্তি এলেও মাসওয়ারি হিসেবে মূল্যস্ফীতি সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বর মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশে, যা আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ, যা এক মাস আগে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক মাসগুলোতে পণ্যের পরিবহন ব্যয়, কাঁচামালের দাম বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামা মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলেছে।
গত বছরের তুলনায় খাদ্যখাতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্যবহির্ভূত খাতে দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে খাদ্যখাতে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৫০ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, ভোক্তা পর্যায়ে স্বস্তি ফিরিয়ে আনতে বাজার তদারকি বাড়ানো, আমদানি ব্যয় নিয়ন্ত্রণ এবং টাকার স্থিতিশীলতা রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

