সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি ঢাকায় ঢাকা জোনের ‘বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬’ আয়োজন করেছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম. এ. কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ঢাকা জোনের সকল এজেন্ট পার্টনার অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ট্যাগড শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের ২০২৫ সালের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে বিভিন্ন নীতিমালা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, স্কুল ব্যাংকিংসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এবং আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখতে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ লক্ষ্যে ২০২১ সালের ৭ মার্চ যাত্রা শুরু করে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম ‘স্বাগতম’।
বর্তমানে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” দেশব্যাপী ‘তিজারাহ’-ইসলামিক ও কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করছে। তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’-ইসলামিক ব্যাংকিংয়ের সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাও এর আওতায় অন্তর্ভুক্ত রয়েছে।
এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’-এর মাধ্যমে গ্রাহকরা সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিইএফটিএন ও আরটিজিএসের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন, রেমিট্যান্স সেবা গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং চেক বই প্রসেসিংসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাচ্ছেন। এছাড়াও ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, ইউটিলিটি বিল পরিশোধ, সরকারি ভাতা বিতরণ, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবাও প্রদান করা হচ্ছে।
এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএমের মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারছেন।
ম্যাংগোটিভি /আরএইচ

