ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক একসঙ্গে বিস্ফোরিত হলে নওগাম থানায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সাতজন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার রাতের এই ঘটনায় নিহতদের বড় অংশই পুলিশ সদস্য, ফরেনসিক টিমের কর্মকর্তা এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা ও একজন নায়েব তহসিলদারও রয়েছেন।

আহতদের সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং এসকেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্ফোরণের উৎস ও পরিস্থিতি যাচাই শুরু করেন।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় জইশ-ই-মোহাম্মদের পোস্টার পাওয়া গেলে পুলিশ সাঁড়াশী অভিযান শুরু করে। তদন্তে বড় ধরনের বিস্ফোরক উদ্ধার হয় এবং এ ঘটনায় কয়েকজন চিকিৎসকসহ একাধিক ব্যক্তি আটক হন।

গত অক্টোবরে গ্রেপ্তার হওয়া চিকিৎসক আদিল আহমেদ রাথ জেরায় জানিয়েছিলেন, তিনি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। তার তথ্যের ভিত্তিতে আটক করা হয় ফরিদাবাদের আল-ফালাহ মেডিকেল কলেজের চিকিৎসক মুজাম্মিল শাকিলকে, যার বাসা থেকে প্রায় তিন হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। একই অভিযানে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক ডা. শাহীন সাঈদকেও আটক করা হয়।

Share.
Exit mobile version