মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ আশপাশের এলাকায় সেনা মোতায়েনের জন্য সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে চিঠি দেওয়া হয়েছে। আগামী সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার দিন নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাবাহিনীর সদর দপ্তরে চিঠিটি পাঠানো হয় বলে রোববার প্রশাসন সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, দেশের সামগ্রিক পরিস্থিতি এবং সংবেদনশীল এই মামলার গুরুত্ব বিবেচনায় ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলার অবনতির ঝুঁকি দেখা দিয়েছে। এ কারণে রায় ঘোষণার দিন পর্যাপ্ত সংখ্যক সেনাসদস্য মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রায়ের তারিখ ঘোষণার পরও সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছিল। সেই অনুযায়ী ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় সেনা সদস্য মোতায়েন করা হয়।
