কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ানোর অভিযোগে ছাত্রদলের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতিপ্রাপ্ত নেতা মো. মোকাদ্দেস হোসাইন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এবং শিলখুড়ী ইউনিয়ন শাখার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ছিলেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও সদস্যসচিব মাইদুল হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সংশ্লিষ্ট পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে শিলখুড়ী ইউনিয়ন শাখার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
একই সঙ্গে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না-সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ানোর একটি ৪৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে ছোট শিক্ষার্থীদের মাঠে দাঁড় করিয়ে রাজনৈতিক স্লোগান দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযুক্ত মো. মোকাদ্দেস হোসাইন দাবি করেন, তিনি নির্বাচনি আচরণবিধি সম্পর্কে অবগত ছিলেন না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়ে পোস্ট দেন এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী লিখিত ব্যাখ্যা দেবেন বলে জানান।
জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ানো অনভিপ্রেত ও অনৈতিক। বিষয়টি প্রকাশ্যে আসার পর সংগঠনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

