মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেপ্তার প্রসঙ্গকে ঘিরে তৈরি ওয়েব সিরিজ “দ্য ব্যাডস অব বলিউড”–এ নিজের চরিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ করে মানহানির মামলা করেছেন প্রাক্তন এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিল্লি হাইকোর্টে দায়ের করা মামলায় বিবাদী করা হয়েছে শাহরুখ ও গৌরী খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং সংশ্লিষ্ট আরও কয়েকজনকে। মামলায় সমীর দাবি করেছেন, সিরিজটি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে নির্মিত হয়েছে। তিনি আদালতের কাছে স্থায়ী ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চেয়েছেন, যাতে ভবিষ্যতে তার চরিত্র নিয়ে কোনো কনটেন্ট প্রচার না হয়। পাশাপাশি তিনি ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন, যা ক্যানসার রোগীদের চিকিৎসায় দান করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

গত ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই সিরিজ পরিচালনা করেছেন আরিয়ান খান। প্রথম কাজেই বিতর্কে জড়ালেন শাহরুখপুত্র। সিরিজের প্রথম পর্বে দেখা যায়, সাদা শার্ট–কালো প্যান্ট পরা এক অফিসার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। চেহারা ও ভঙ্গিমায় মিল থাকায় অনেক দর্শক চরিত্রটিকে সমীর ওয়াংখেড়ের সঙ্গে তুলনা করছেন। আর এটিকেই কেন্দ্র করে মূলত বিতর্ক শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ অক্টোবর মুম্বাইয়ে এক ক্রুজ থেকে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। টানা ২৫ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। তবে ২০২২ সালের মে মাসে সব অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। সেই আলোচিত ঘটনাকেই নতুনভাবে তুলে ধরা হয়েছে দ্য ব্যাডস অব বলিউড–এ। আর এই কারণেই আবারও শাহরুখপুত্রকে আদালতের দোরগোড়ায় টেনে এনেছে এ মামলা।

Share.
Exit mobile version