যুক্তরাষ্ট্রে টানা ছয় সপ্তাহ ধরে চলা সরকার অচলাবস্থা (শাটডাউন) অবসানের চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার (১২ নভেম্বর)। এই ভোটের মাধ্যমে মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের সমাপ্তি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার সিনেটে আটজন ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে যোগ দেওয়ায় শাটডাউন অবসানের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। আর্লিংটন জাতীয় সমাধিতে ভেটেরান্স ডে’র ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা দেশকে আবার সচল করতে পেরেছি, এবং এটি একটি বড় বিজয়। তিনি রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনকে অভিনন্দন জানান।
ট্রাম্প আশা প্রকাশ করেন, প্রতিনিধি পরিষদ সরকারের জানুয়ারি পর্যন্ত অর্থায়নের বিলটি অনুমোদন করবে। তবে শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটরা এর বিরোধিতা করে আসছেন, যদিও রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিলটি পাস হওয়ার সম্ভাবনা প্রবল।
শাটডাউনের কারণে ১০ লাখেরও বেশি ফেডারেল কর্মী বেতন পাননি, নিম্ন আয়ের পরিবারগুলো খাদ্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, এবং থ্যাঙ্কসগিভিং ছুটির আগে বিমান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
পরিবহণ মন্ত্রী শন ডাফি সতর্ক করেছেন, অচলাবস্থা চলতে থাকলে ছুটির মৌসুমে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণে আরও বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
সাম্প্রতিক জরিপে দেখা গেছে, শাটডাউনের জন্য ট্রাম্পের রিপাবলিকান দলকেই বেশি দায়ী করছে মার্কিন ভোটাররা। তবে ডেমোক্র্যাটদের একটি অংশ বলছে, স্বাস্থ্য বিমায় ভর্তুকি বৃদ্ধির দাবিতে আরও কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল।
আজকের ভোটের ফলের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম ফের স্বাভাবিক হবে কি না।
ম্যাংগোটিভি/আরএইচ

