সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটি পুরোপুরি পুড়ে যায়।

স্থানীয়রা জানান, বাইপাইল-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী বাসটি দীর্ঘদিন ধরে সড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। ভোরের দিকে মোটরসাইকেলে আসা দুজন যুবক বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

ডিইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাই। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বাসচালক আব্দুস সাত্তার জানান, সাম্প্রতিক সময়ে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনার কারণে আমি বাসেই ঘুমাতাম। হঠাৎ উত্তাপে জেগে দেখি দুই যুবক পালিয়ে যাচ্ছে। মালিক সোহেল ভাই সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন।

আশুলিয়া থানার ওসি আরও জানান, একটি নিষিদ্ধ ঘোষিত দল সম্প্রতি রাজধানী ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এই ঘটনার সঙ্গে তারাই জড়িত থাকতে পারে। তিনি বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version