ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নতুন জীবনের শুরুতে সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনার মুখে পড়লেও এক আবেগঘন পোস্টের মাধ্যমে সকল মন্তব্যের জবাব দিয়েছেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শবনম ফারিয়া লেখেন, কেউই এই ভেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন না যে একদিন এই সম্পর্ক ভেঙে যাবে। ভালোবাসা, ধৈর্য ও আশা নিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে সবাই চেষ্টা করেন। ‘আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন—মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে, যদি না সেখানে কোনো বিশ্বাসঘাতকতা থাকে,’ লিখেছেন তিনি।

অভিনেত্রী বলেন, যারা একাধিকবার বিয়ে করেন, তারাও অতীত নিয়ে গর্ব করেন না। ‘একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস আর আস্থা রাখা বিশাল সাহসের ব্যাপার। নতুন করে শুরু করতে শক্তি লাগে, লজ্জা নয়।’

অনুরাগীদের উদ্দেশে তিনি অনুরোধ করেন—কাউকে বিচার না করতে, গুজব না ছড়াতে এবং কটু কথা না বলতে। কারণ ‘আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে দাঁড়াতে কত কঠিন লড়াই করেছেন।’

জীবনের অনিশ্চয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও লেখেন, কথায় ও আচরণে সবাইকে কোমল ও দয়ালু হওয়ার আহ্বান জানান। তাঁর মতে, ‘নতুন সম্পর্ক মানে নতুন করে সাহস, বিশ্বাস ও ভালোবাসা নিয়ে পথচলা-যা কখনোই লজ্জার নয়, বরং জীবনের ওপর নতুন আস্থা।’

Share.
Exit mobile version