আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিরামিক ও গ্রেস পোর্শেলিন ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, কাউন্টারটপ ও স্যানিটারি ওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান আরএকে সিরামিকস বাংলাদেশ ২০২৬–২০২৭ মেয়াদের জন্য তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে চুক্তি নবায়ন করেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সাল থেকে মেহেদী হাসান মিরাজ আরএকে সিরামিকসের সঙ্গে যুক্ত আছেন। এ সময়ে তিনি ব্র্যান্ডটির পারফরম্যান্স, ধারাবাহিকতা ও নেতৃত্বের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মাঠে তার ধারাবাহিক সাফল্য ও দায়িত্বশীল নেতৃত্ব আরএকে সিরামিকসের টেকসই, উদ্ভাবনী ও নান্দনিক জীবনধারাভিত্তিক সমাধান প্রদানের দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়।

চুক্তি নবায়ন উপলক্ষে সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির অডিটোরিয়ামে আনুষ্ঠানিক সাইনিং অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আরএকে সিরামিকস বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়িক অংশীদার, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরএকে সিরামিকস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সাধন কুমার দে বলেন, মেহেদী হাসান মিরাজ তাদের ব্র্যান্ডের সহনশীলতা, সততা ও ধারাবাহিক উৎকর্ষের মূল্যবোধের প্রতিফলন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্সের মতোই আরএকে সিরামিকস গুণগত মান, উদ্ভাবন ও নকশায় নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে। এই অংশীদারিত্ব আরও বিস্তৃত করতে পেরে তারা আনন্দিত।

চুক্তি নবায়ন প্রসঙ্গে মেহেদী হাসান মিরাজ বলেন, আরএকে সিরামিকস মানে গুণগত মান, উদ্ভাবন ও আস্থা, যা তার ব্যক্তিগত ও পেশাগত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব অব্যাহত রাখতে পেরে তিনি গর্বিত বলেও জানান।

প্রতিষ্ঠানটি জানায়, এই নবায়িত অংশীদারিত্বের মাধ্যমে দেশজুড়ে ব্র্যান্ড উপস্থিতি আরও শক্তিশালী করা এবং গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলাই তাদের লক্ষ্য।

২০২৬ সালকে সামনে রেখে আরএকে সিরামিকস বাংলাদেশ আধুনিক জীবনধারা উপযোগী নতুন ও উদ্ভাবনী পণ্য উন্মোচন, শোরুম অভিজ্ঞতা উন্নয়ন, গ্রাহকসেবা সম্প্রসারণ এবং সমন্বিত ব্র্যান্ড যোগাযোগ কার্যক্রম জোরদার করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে দেশের নির্মাণ ও লাইফস্টাইল খাতে মান, নান্দনিকতা ও বিশ্বাসযোগ্যতার নতুন মাত্রা যোগ করতে চায় প্রতিষ্ঠানটি।

Share.
Exit mobile version