আফগানিস্তানের দক্ষিণ–পূর্বাঞ্চলে মধ্যরাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান—এমন অভিযোগ করেছে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার। হামলায় অন্তত ১০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই শিশু, অপরজন নারী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলার একটি বাড়িতে রাতের অন্ধকারে বিমান থেকে বোমা ফেলা হয়। এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খান কাজি মিরের বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

মুজাহিদ বলেন, হামলায় পাঁচ ছেলে, চার মেয়ে শিশুসহ মোট ৯ শিশু এবং একজন নারী নিহত হয়েছেন। তিনি আরও দাবি করেন, শুধু খোস্ত নয়; উত্তর–পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও পাকিস্তান একাধিক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত আরও চারজন বেসামরিক আহত হয়েছেন।

তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version