দেশে ভূমিকম্পের আগাম সতর্কতা দেওয়ার সক্ষমতা বাড়াতে বিশেষ অ্যাপ চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ভূমিকম্পের আগে সতর্কতা দেওয়ার কোনো প্রযুক্তিগত ব্যবস্থা নেই। তিনি বলেন, অনেক দেশে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে সতর্কতা দেয় এমন অ্যাপ রয়েছে। আমরাও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি—এমন একটি অ্যাপ চালু করা যায় কি না।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। এ সময় বিল্ডিং কোড না মানার কারণে ভবনের ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। ‘জলাশয় ভরাট করে ভবন নির্মাণের প্রবণতা বাড়ছে। ভূমিকম্প হলে মানুষ মাঠে দাঁড়াবে, সেই মাঠও নেই। এসব বিষয়ে রাজউকসহ সংশ্লিষ্টদের আরও নজর দিতে হবে,’ বলেন তিনি।

ফায়ার সার্ভিসের প্রস্তুতি বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাম্প্রতিক ভূমিকম্পের পর বাহিনী দ্রুত সাড়া দিয়েছে। তবে বড় কোনো দুর্যোগ হলে প্রস্তুতির প্রকৃত পরীক্ষা হবে। ‘দোয়া করি বড় ধরনের ভূমিকম্প যেন না হয়,’ যোগ করেন তিনি।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিও উপস্থিত ছিলেন।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version