বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা আজ বুধবার (১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, ক্যাটাগরি ১-এ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে একমাত্র প্রার্থী হিসেবে আসিফ আকবর রয়েছেন। অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা প্রার্থিতা প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
বিসিবি নির্বাচনে শেষ মুহূর্তে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন। একই সঙ্গে বিএনপির চার নেতার সন্তান—মির্জা ইয়াসির আব্বাস, ওমর শরীফ মো. ইমরান, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু—তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এর আগে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন মনোনয়নপত্র কিনলেও তা জমা দেননি।
সবকিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।

