মূলধনী পণ্য আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন ছাড়াই তিন বছর মেয়াদি বিদেশি ঋণ নিয়ে সরাসরি যন্ত্রপাতি ও সরঞ্জামসহ বিভিন্ন মূলধনী পণ্য আমদানি করতে পারবেন শিল্প উদ্যোক্তারা।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নতুন এ নীতিতে শিল্পখাতের আমদানি প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

নির্দেশনায় বলা হয়, বিডার বৈদেশিক ঋণ কমিটির এক সভার সিদ্ধান্ত অনুসরণ করেই এ উদ্যোগ নেওয়া হয়। এতদিন শুধু নতুন যন্ত্রপাতির ক্ষেত্রেই এই ধরণের দীর্ঘমেয়াদি ক্রেডিট সুবিধা পাওয়া যেত।
নতুন নিয়মে জাহাজ, যন্ত্রপাতি, সরঞ্জামসহ যেকোনো মূলধনী পণ্য তিন বছর মেয়াদি ঋণে কিস্তিতে আমদানি করা যাবে। পাশাপাশি বিদেশি সরবরাহকারী বা বিদেশি ব্যাংক থেকেও এ ঋণ সুবিধা গ্রহণ করা যাবে।

শিল্প উদ্যোক্তারা এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এতে আমদানির জটিলতা কমবে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি দ্রুত সংগ্রহ করা সম্ভব হবে, যা উৎপাদন ও বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এ সিদ্ধান্ত শিল্প ও উৎপাদন খাতকে আরও গতিশীল করবে এবং নতুন বিনিয়োগে উৎসাহ যোগাবে।

Share.
Exit mobile version