বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) রাজস্বখাতভুক্ত শূন্য পদে ২১ জনকে নিয়োগ দেবে। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া গত রোববার থেকে শুরু হয়েছে।
পদের বিবরণ:
১. অর্থনীতিবিদ – ১টি, বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা
২. সহকারী প্রোগ্রামার – ১টি, বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা
৩. ফোরম্যান (কারিগরি) – ৪টি, বেতন ১২,৫০০–৩০,২৩0 টাকা
৪. নিরীক্ষক/অডিটর – ৯টি, বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা
৫. ভেহিক্যাল মেকানিক – ১টি, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা
৬. স্টোর কিপার – ৫টি, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা
বয়সসীমা:
১২ অক্টোবর ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি:
১-২ নং পদের জন্য: ২২৩ টাকা
৩ নং পদের জন্য: ১৬৮ টাকা
৪-৫ নং পদের জন্য: ১১২ টাকা
৬ নং পদের জন্য: ৫৬ টাকা
ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়:
৩ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।


