খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডা. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তার ‘মেগা লেকচার ইভেন্ট’।

আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ গণমাধ্যমকে জানান, আগামী ২০ অক্টোবর সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি ও স্থান ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ডা. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে পারে। তবে শুধুমাত্র ঢাকাতেই নয়, দেশের অন্যান্য স্থানেও এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ডা. জাকির নায়েকের বাংলাদেশে এই সফরটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ভক্ত ও অনুসারীদের দীর্ঘ প্রতীক্ষার পর এই সফর বাংলাদেশের মুসলিম সমাজে একটি অনুপ্রেরণাদায়ী ও ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version