অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আলী রীয়াজ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময়ে তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন অধ্যাপক রীয়াজ। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি করা হয়।

সরকারি সূত্রে জানা গেছে, রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করতে অধ্যাপক রীয়াজ প্রধান উপদেষ্টাকে নীতিগত পরামর্শ প্রদান করবেন।

Share.
Exit mobile version