দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি সেবা প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩ পিএলসি পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর মাধ্যমে ৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা নিয়েছে।
ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, যা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর একটি সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ অক্টোবর ব্রেইন স্টেশন ২৩ পিএলসি কিউআইও’র জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আবেদন জমা দিয়েছে।
প্রস্তাবিত কিউআইও’র আওতায় ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এই অর্থ ব্যয় হবে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, মূলধন ব্যবস্থাপনা ও কিউআইও সংক্রান্ত কাজে।
২০০৬ সালে প্রতিষ্ঠিত ব্রেইন স্টেশন ২৩ বর্তমানে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যে ক্লায়েন্টদের সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটি সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং, অ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন, আইটি সাপোর্ট ও সফটওয়্যার মেইনটেন্যান্সসহ আইটি-সক্ষম সেবা (আইটিইএস) খাতে দক্ষতার জন্য পরিচিত।
এর আগে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি। পরে ২০২৪ সালের ১১ জানুয়ারি কোম্পানিটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। বর্তমানে ব্রেইন স্টেশন ২৩-এর পরিশোধিত মূলধন ৪২ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ৯০ টাকা।
সর্বশেষ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৭৭ টাকা, যা আগের বছরের ৫.১৫ টাকার চেয়ে কিছুটা কম। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৫৮ টাকা।

