ছাত্র আন্দোলনে সংঘটিত গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি জানান, ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করবে, যার অংশ হিসেবে ইন্টারপোলকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
প্রসিকিউটর তামীম বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে ঘোষিত রায় কার্যকর করতে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় সব আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, রায় চ্যালেঞ্জ করতে চাইলে সাজাপ্রাপ্তদের ৩০ দিনের মধ্যে দেশে ফিরে আত্মসমর্পণ করে আপিল বিভাগে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে ইন্টারপোলকে রায়ের বিস্তারিত জানানো হবে।
তিনি জানান, ট্রাইব্যুনালের রায় তিনটি জায়গায় পাঠানো হবে—প্রসিকিউশন টিম, উপস্থিত আসামিদের কাছে এবং সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে—পরবর্তী আইনি কার্যক্রম নিশ্চিত করতে।

