পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতিকে ‘না’ বলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, শাপলাকলি মার্কায় ভোট দিলে দেশে ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজধানীর ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এবারের নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা, শ্রমিক ও সাধারণ মানুষ কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, বরং গণতন্ত্র, সাম্য ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। এক ব্যক্তি গিয়ে আরেক ব্যক্তি, এক চাঁদাবাজের জায়গায় আরেক চাঁদাবাজ আসার জন্য মানুষ জীবন দেয়নি।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়; বরং ক্ষমতার কাঠামো সংস্কার এবং রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার নির্বাচন। জনগণের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
নাহিদ ইসলাম দাবি করেন, নির্বাচনের মাধ্যমে ১০ দলীয় জোট সংসদে যাবে, সরকার গঠন করবে এবং নতুন বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
পথসভায় জামায়াতে ইসলামী ও এনসিপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নাহিদ ইসলাম একটি নির্বাচনী মিছিলে অংশ নেন। মিছিলটি বাঁশতলা থেকে রামপুরা ব্রিজে গিয়ে শেষ হয়।
ঢাকা-১১ আসনে রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের কিছু অংশ রয়েছে। নাহিদ ইসলামের আজ রামপুরা উত্তর ও দক্ষিণ এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর কথা রয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ

