অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান জানান, তিনি ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করবেন এবং বিএনপির মনোনয়ন চেয়েছেন। তিনি বলেন, আমি ভোট করব, আমি এখনো অ্যাটর্নি জেনারেল পদে আছি। তবে পদ ছেড়ে আমি নির্বাচনে অংশ নেব। যখন সময় আসবে, তখন পদত্যাগ করব।

পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হতে পারেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ যাকে উপযুক্ত মনে করবে।’

বিএনপি গত সোমবার (৩ নভেম্বর) ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসন এখনো খালি রয়েছে। এর মধ্যে ঝিনাইদহ-১ আসনও অন্তর্ভুক্ত। ধারণা করা হচ্ছে, এই আসন থেকেই ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আসাদুজ্জামান।

চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান আসাদুজ্জামান। তিনি বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Share.
Exit mobile version