সমস্যাগ্রস্ত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বোর্ড ভেঙে দেওয়া ব্যাংকগুলো হলো-এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এসব ব্যাংকের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়েছিল। গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যর্থতা, অনিয়ম ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। এ অবস্থায় ব্যাংকগুলোকে একীভূত করে একটি নতুন ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে চিঠি পাঠিয়ে বোর্ড বিলুপ্তির সিদ্ধান্ত জানিয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকেও এই সিদ্ধান্তে সম্মতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ইসলামী ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা।’

