বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে জ্ঞান হারানোর পর দ্রুত তাঁকে মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত ক্রিটিকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত গোবিন্দর শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানান, ‘রাত প্রায় ১০টার দিকে হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে নিউরোলজিস্ট তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করছেন।’

অভিনেতার সহযোগী ও আইন উপদেষ্টা ললিত বিন্দাল বলেন, ‘ওনার মাথা হালকা ঘুরছিল, তারপর ভারী হয়ে যায়। তাই নিরাপত্তার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে। তিনি এখন অনেকটাই ভালো আছেন এবং বিশ্রামে রয়েছেন।’

এদিকে, গোবিন্দর মেয়ে টিনা বর্তমানে তাঁর পাশে আছেন। তবে স্ত্রী সুনীতা আহুজা এখনও গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানাননি।

এর আগে গত বছরও এক দুর্ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা। লাইসেন্সকৃত রিভলভার পরিষ্কার করার সময় ভুলবশত গুলি বের হয়ে তাঁর হাঁটুর নিচে লাগে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে বুলেটটি বের করা হয়।

নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক গোবিন্দ ‘আঁখে’, ‘হাসিনা মান জায়েগি’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘পার্টনার’, ‘হিরো নম্বর ওয়ান’সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version