ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেটে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার মধ্যে পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন এক জরুরি অনলাইন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

মোহাম্মদ মিঠুন বলেন, ‘একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক জাতীয় ও ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে যে ভাষায় কথা বলেছেন, তা অপমানজনক। এতে ক্রিকেটারদের আত্মসম্মানে আঘাত লেগেছে। আমরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি।’

ঘটনার সূত্রপাত হয় বুধবার বিকেলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক বলেন, ক্রিকেটাররা আন্তর্জাতিক আসরে গিয়ে কিছুই করতে পারে না, অথচ তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়। তিনি আরও দাবি করেন, বোর্ড সেই অর্থ ফেরত চায় না-তবে পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করেন।

নাজমুল ইসলামের এই বক্তব্যকে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রা তুচ্ছতাচ্ছিল্য ও অবমাননাকর হিসেবে দেখছেন। এর জেরেই কোয়াবের পক্ষ থেকে আল্টিমেটাম দেওয়া হয়েছে।

কোয়াব সভাপতি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মারাত্মক অনিশ্চয়তার মুখে পড়বে, যা দেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্য বড় ক্ষতির কারণ হবে।

এদিকে বিসিবির অর্থ কমিটির প্রধানের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গুরুত্বপূর্ণ বিপিএল ম্যাচের ঠিক আগে ক্রিকেটারদের এমন কঠোর অবস্থান বিসিবিকে বড় ধরনের চাপের মুখে ফেলেছে। এখন দেখার বিষয়, উদ্ভূত সংকট নিরসনে নাজমুল ইসলামকে ঘিরে বোর্ড কী সিদ্ধান্ত নেয়।

Share.
Exit mobile version