দেশবাসীর প্রতি ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকায় দলের নির্বাচনী প্রচার কার্যক্রম শুরুর সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল। সেই ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসেবেই এই এলাকা থেকে এনসিপির নির্বাচনী যাত্রা শুরু করা হয়েছে। তিনি বলেন, এবারের নির্বাচন আধিপত্যবিরোধী লড়াই। নতুন মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষে ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী লড়াই করছেন।
তিনি আরও বলেন, জনগণের ঐক্যই পারে অন্যায় ও আধিপত্যের রাজনীতিকে পরাজিত করতে। তাই দেশবাসীর প্রতি আহ্বান—১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৮ আসনের প্রার্থী আদীব আরিফ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন, ঢাকা-৯ আসনের প্রার্থী জাবেদ রাসিন, সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থী দিলশানা পারুল, ঢাকা-২০ আসনের প্রার্থী নাবিলা তাসনিদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরে এনসিপির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালান।
ম্যাংগোটিভি /আরএইচ
