কার্যক্রম শুরুর প্রথম দুই কার্যদিবসে সম্মিলিত ইসলামী ব্যাংকে ৪৪ কোটি টাকা আমানত জমা পড়েছে। একই সময়ে ব্যাংকটি থেকে উত্তোলন হয়েছে প্রায় ১০৮ কোটি টাকা। এ সময় মোট ১৩ হাজার ৩১৪টি লেনদেন সম্পন্ন হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, “আমরা যতটা উত্তোলনের আশঙ্কা করেছিলাম, বাস্তবে তার চেয়ে কম হয়েছে। আবার ৪৪ কোটি টাকা আমানত আমাদের আশাবাদী করছে।”
গভর্নর আরও বলেন, একটি নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে সাধারণত দীর্ঘ সময় লাগে। তবে সবার আন্তরিকতা ও নতুন আইন প্রয়োগের মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যেই সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদে বেসরকারি প্রতিনিধি নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। তিনি জানান, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই এমডি নিয়োগ দেওয়া হবে। তিনি আরও বলেন, আগামী ১৯ জানুয়ারি সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
