রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ঘটনাস্থল থেকেই হাতেনাতে দুজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।
তিনি জানান, তেজগাঁওয়ে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বগির দুটি সিট পুড়ে গেছে। ঘটনাস্থল থেকেই দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ঘটনাস্থল রেলওয়ে থানার আওতাধীন হলেও আমরা সহযোগিতা করছি। আগুনের কারণ ও আটক দুজনের পরিচয় যাচাই করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশে খবর দেয়। দ্রুত ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
