তাইওয়ানের পূর্ব উপকূলে সুপার টাইফুন ‘রাগাসা’র আঘাতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। নিখোঁজ রয়েছেন আরও ৭ জন। শুক্রবারও উদ্ধারকর্মীরা হাঁটু থেকে কোমর-সমান ঘন কাদায় আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। খবর রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার হুয়ালিয়েন কাউন্টির পাহাড়ি এলাকায় তৈরি হওয়া একটি প্রতিবন্ধক-হ্রদ প্রবল বর্ষণে উপচে পড়ে। মুহূর্তেই পানির সঙ্গে নেমে আসে ঘন কাদার দেয়াল, যা পুরো গুয়াংফু শহরকে গ্রাস করে।

স্থানীয়রা জানান, ঘরবাড়ির ভেতর পর্যন্ত কাদা জমে যাওয়ায় অনেকেই আটকা পড়েন। এক প্রত্যক্ষদর্শী হুয়াং জানান, কাদায় ভরা ঘরের ভেতর তার বড় বোনের মৃত্যু হয়েছে। “ঘরের ভেতরটা পুরো কাদা দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল, তাকে বের করার কোনো উপায় ছিল না,” তিনি বলেন।

তাইওয়ানের দুর্যোগ বিশেষজ্ঞ লু জিং-চিয়েন বলেন, এই বন্যা ছিল অস্বাভাবিক। কারণ, পানির সঙ্গে বিপুল পরিমাণ বালি ও কাদা মিশে শহরে নেমে এসেছিল, যা দ্রুত এবং প্রচণ্ড শক্তিতে আঘাত হানে।

এদিকে, কাদা সরে না যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে স্থানীয়দের জীবনযাত্রাও মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

Share.
Exit mobile version