ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে তিনি অনলাইনে আবেদন করেছেন। একই ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অধিদপ্তরের মহাপরিচালক এ এস এম হুমায়ুর কবীর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অনলাইনে ফরম পূরণের পর এখন শুধু বায়োমেট্রিক তথ্য-আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান—দেওয়ার মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য সার্ভারে যাচাই করবে। কোনো মিল পাওয়া না গেলে পাঁচ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে।

এএসএম হুমায়ুর কবীর আরও বলেন, আবেদনকারী চাইলে নির্বাচন কমিশন অফিস থেকে এনআইডি বা স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি মোবাইল ফোনে পাঠানো এসএমএসের মাধ্যমেও এনআইডি ডাউনলোডের সুযোগ থাকবে।

এর আগে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান। কবর জিয়ারত শেষে সকাল ১১টা ৪০ মিনিটে তার গাড়িবহর জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হয়।

নির্বাচন কমিশনে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য নিজের সব বায়োমেট্রিক তথ্য প্রদান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version