আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তার এনআইডি নম্বর জেনারেট হবে।
ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে যেকোনো এলাকার ভোটার হওয়াই যথেষ্ট। তবে ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের সময় বিভিন্ন কারণে তারেক রহমান ভোটার হতে পারেননি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। সে কারণে মনোনয়ন দাখিলের আগেই ভোটার হওয়া বাধ্যতামূলক হওয়ায় আজ নির্বাচন কমিশনে এসে ভোটার নিবন্ধন সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, শনিবারই তারেক রহমান ভোটার হবেন। দলটির পক্ষ থেকে তাকে বগুড়া-৬ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ

