রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

তিনি জানান, এটি হালকা মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদী জেলার শিবপুর এলাকায়।

আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। উৎপত্তি হয়েছে টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে এবং নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে।

সাম্প্রতিক ভূমিকম্পের প্রবণতা এর আগে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চারবার ভূমিকম্প হয়। বিশেষ করে ২১ নভেম্বরের ৫.৭ মাত্রার ভূমিকম্পে ১০ জনের মৃত্যু ঘটে এবং মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

ম্যাংগোটিভি/ আরএইচ

Share.
Exit mobile version