যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা।

শনিবার (৪ অক্টোবর) গাজা সিটির দুর্ভিক্ষকবলিত অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ৪৫ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। হামলাগুলোর ফলে বহু ভবন ধসে পড়েছে ও শতাধিক মানুষ আহত হয়েছেন।

গাজার তুফাহ এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় ১৮ জন নিহত হন। এছাড়া দক্ষিণ গাজার আল-মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি গোলাবর্ষণে আরও দুই শিশু নিহত ও আটজন আহত হন। এই এলাকা ‘মানবিক নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হলেও সাম্প্রতিক মাসগুলোতে বারবার হামলার শিকার হচ্ছে।

চিকিৎসা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গাজার হাসপাতালগুলোতে এখন বিপুলসংখ্যক আহত ফিলিস্তিনি ভর্তি হলেও জ্বালানি ঘাটতি ও ওষুধের অভাবে কার্যত চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে।

এদিকে হামাস ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতির কিছু অংশ মেনে নেওয়ার কথা জানালেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।

Share.
Exit mobile version