বছরের শেষ সময় ও বড়দিনের ছুটিতে দেশের বাইরে সময় কাটাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বর্তমানে তিনি কানাডার টরন্টো ও ওটায়ায় অবস্থান করছেন। এই সফরে তার সঙ্গে দেখা গেছে ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খানকেও।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে নুসরাত ফারিয়াকে দেখা যায় গ্ল্যামারাস লুকে। অফ-শোল্ডার কালো গাউন, খোলা চুল ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে বসে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি।’
নুসরাতের এই ছবি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন অনুরাগীরা। একজন লিখেছেন, ‘নুসরাতকে দেখলে মনে হয় ক্লিওপেট্রার মতো সৌন্দর্য।’ আরেকজন মন্তব্য করেন, ‘গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি।’
এদিকে ওটায়ায় তোলা আরেকটি ছবিতে দেখা যায়, কালো লম্বা কোট, ব্যান্ডানা ও সানগ্লাস পরিহিত জায়েদ খানকে। তার হাতে ছিল একটি ফুলের তোড়া। পাশে হাস্যোজ্বল অবস্থায় দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া।
জানা গেছে, আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন এই দুই তারকা।
বিদেশের মাটিতে নুসরাত ফারিয়া ও জায়েদ খানের একসঙ্গে ঘোরাঘুরি এবং বছরের শেষের উদযাপন ভক্ত ও নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা সৃষ্টি করেছে।

