গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক টেলিফোন আলাপের মাধ্যমে ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি।
মিশরের রাষ্ট্রপতির মুখপাত্র রাষ্ট্রদূত মোহাম্মদ আল-শিনাওয়ি তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান, প্রেসিডেন্ট সিসি গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক প্রচেষ্টার সফলতার প্রশংসা করেন। তিনি শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্টের আন্তরিকতা ও নিষ্ঠাকে উচ্চভাবে মূল্যায়ন করেন।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে উল্লেখ করে মিশরের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সাম্প্রতিক শারম আল-শেখ আলোচনার অগ্রগতি এবং যুদ্ধবিরতি চুক্তি অর্জনে বিশ্বের দৃষ্টি ছিল মিশরের ওপর।
প্রেসিডেন্ট সিসি জানান, এই চুক্তি একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং এটি প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত ও আন্তরিক প্রচেষ্টার ফল। তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।
রাষ্ট্রপতির মুখপাত্র জানান, প্রেসিডেন্ট সিসি গাজা যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন এবং এর সফল অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ ছাড়া, প্রেসিডেন্ট সিসি প্রেসিডেন্ট ট্রাম্পকে গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান, যা মিশরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, মিশর ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশের যৌথ প্রচেষ্টা তুলে ধরা হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প আমন্ত্রণ গ্রহণ করে মিশর সফরের আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, ‘মিশর এমন একটি দেশ, যা আমার কাছে গভীর শ্রদ্ধা ও সম্মানের।’

