ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর নিকুঞ্জ-২ এলাকার ডিএসই টাওয়ারের লেভেল-১৩-এ (প্লট-৪৬, রোড-২১, ঢাকা-১২২৯) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. রোজিনা বেগম। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম।

এছাড়াও বোর্ড অব ডিরেক্টরদের মধ্যে সারা হোসেন, মাহি আলম, রুমানা বেগম, ডা. মো. জহিরুল ইসলাম, ডা. মো. আবু সাইদ টিটু উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন হিসাব বিভাগের প্রধান ফেরদৌস হোসেন এবং কোম্পানি সচিব কাজী শাহীন উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বার্ষিক সাধারণ সভায় কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে কোম্পানির সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড ধারাবাহিক উন্নয়ন ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে শেয়ারহোল্ডারদের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে। আগামীতেও পণ্যের মান উন্নয়ন ও বাজার সম্প্রসারণের মাধ্যমে কোম্পানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Share.
Exit mobile version