বান্দরবানের রুমা উপজেলায় দেশের অন্যতম উঁচু পাহাড় কেওক্রাডং ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খোলার ঘোষণার পরও আপাতত তা বন্ধই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক শামীম আরা রিনি রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, কেওক্রাডং খোলার আগে এখনও কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট বিভাগের ক্লিয়ারেন্স বাকি রয়েছে। পর্যটন ও পাহাড় বিষয়ক বিভাগগুলো পাহাড়ের সুরক্ষা, আবহাওয়া পরিস্থিতি, পথচারী নিরাপত্তা ও অন্যান্য লজিস্টিক বিষয়গুলো যাচাই করছে। তাই সময় পরিস্থিতি অনুকূলে না হওয়া পর্যন্ত পর্যটকদের জন্য পাহাড় খোলা সম্ভব হচ্ছে না।

ডিসি শামীম আরা রিনি আরও বলেন, পরিস্থিতি অনুকূলে এলে সরকারি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন তারিখ জানানো হবে। এটি ১ অক্টোবরও হতে পারে, অথবা তার আশেপাশের সময় নির্ধারণ করা হতে পারে।

প্রসঙ্গত, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর মেঘলা পর্যটন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে কেওক্রাডং ১ অক্টোবর থেকে খোলার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ নিরাপত্তা ও প্রশাসনিক যাচাই-বাছাই শেষে তা স্থগিত রাখা হলো।

পর্যটক ও স্থানীয়দের জন্য প্রশাসন সতর্কবার্তা দিয়েছে যে, অনুমোদন ছাড়াই পাহাড়ে যাওয়া ঝুঁকিপূর্ণ এবং আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কেওক্রাডং খোলা হবে না।

Share.
Exit mobile version