এশিয়া কাপের সুপার ফোরে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ১২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখল শাহিন-সালমানরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৩ রান। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৩টি, হুসাইন তালাত ও হারিস রউফ ২টি করে উইকেট নেন।

১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। তবে একপর্যায়ে মাত্র ১২ রানের ব্যবধানে টপ-অর্ডারের ৪ ব্যাটার ফিরে গেলে চাপের মুখে পড়ে দল। সেখান থেকে মোহাম্মদ নাওয়াজ ও হুসেইন তালাতের ৫৮ রানের জুটিতে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

নাওয়াজ অপরাজিত থাকেন ২৭ বলে ৩৪ রান করে, আর তালাত খেলেন ৩৪ বলে ৩১ রানের ইনিংস। ফলে ১২ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে পাকিস্তান।

শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকশানা নেন ২টি করে উইকেট, আর একটি উইকেট যায় দুশমন্থা চামিরার ঝুলিতে।

এই জয়ে ফাইনালের দৌড়ে টিকে গেল পাকিস্তান, অন্যদিকে লঙ্কানদের সামনে সমীকরণটা কঠিন হয়ে দাঁড়াল।

ম্যাংগোটিভি/ আরএইচ

Share.
Exit mobile version