মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রতিষ্ঠান উপায় যৌথভাবে চালু করেছে ‘এমটিবি ইসলামিক ডিপিএস’, যা সম্পূর্ণ ডিজিটাল ও শরিয়াহসম্মত সঞ্চয়সেবা। এর মাধ্যমে গ্রাহকরা আর ব্যাংকে না গিয়েই উপায় অ্যাপ ব্যবহার করে মুহূর্তেই এমটিবির ইসলামিক ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন।
এই অংশীদারিত্বের ফলে এমটিবির ইসলামিক ব্যাংকিংয়ের আধুনিক সুবিধা যুক্ত হলো উপায়ের প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মে। ফলে গ্রাহকরা সহজ, নিরাপদ ও শরিয়াহসম্মত ব্যাংকিং সুবিধা পাবেন এক ঝটকায়। স্বচ্ছ ও দ্রুত এ সেবা সঞ্চয়ের লক্ষ্য পূরণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে উভয় প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সৈয়দ মাহবুবুর রহমান, এমডি ও সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি , মোহাম্মদ মামদুদুর রশীদ, চেয়ারম্যান, ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এবং এমডি ও সিইও, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, মোঃ শাফকাত হোসেন, ডিএমডি, এমটিবি, মোঃ আব্দুল্লাহ আল মামুন, পরিচালক, ইউসিবি ফিনটেক এবং ডিএমডি ও সিওও, ইউসিবি, খালিদ হোসেন, চিফ ডিজিটাল অফিসার, এমটিবি, মোঃ আরিফ বিন ইদ্রিশ, হেড অব ইসলামিক ব্যাংকিং, এমটিবি, সাজ্জাদ আলম, হেড অব কর্পোরেট সেলস, ইউসিবি ফিনটেক| এছাড়াও দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান দুটির মতে, ডিজিটাল ব্যাংকিং বিস্তৃতির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এখন গ্রাহকেরা ব্যাংকের শাখায় না গিয়েই উপায় অ্যাপ থেকে দ্রুত ও সুবিধাজনকভাবে শরিয়াহসম্মত ডিপিএস খুলতে পারবেন, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তি আরও বাড়াতে সহায়তা করবে।

