এফএ কাপে মৌসুমের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে নন-লিগ দল ম্যাকলসফিল্ড। ইংল্যান্ডের ফুটবল পিরামিডে ১১৭ ধাপ ওপরে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা।
ম্যাচের প্রথমার্ধে লুক ডাফির নেওয়া বাঁকানো ফ্রি-কিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক পল ডসন। ৪৩ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যাকলসফিল্ড। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে আইজ্যাক বাকলি-রিকেটস দুর্দান্ত শারীরিক ভঙ্গিতে নেওয়া শটে প্যালেস গোলকিপার ওয়াল্টার বেনিতেজকে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন।
ম্যাচের শেষ দিকে ৯০ মিনিটে ফ্রি-কিক থেকে একটি গোল শোধ করেন প্যালেসের ইয়েরেমি পিনো। এতে যোগ করা সময়ে উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে ম্যাকলসফিল্ড।
ওয়েন রুনির ছোট ভাই জন রুনির অধীনে খেলা ম্যাকলসফিল্ডের এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের রেকর্ডে নতুন অধ্যায় যুক্ত হলো। ১৯০৮–০৯ মৌসুমের পর এই প্রথম কোনো নন-লিগ দল এফএ কাপে বর্তমান শিরোপাধারীকে বিদায় করল। উল্লেখযোগ্যভাবে, সেই মৌসুমে ক্রিস্টাল প্যালেসই উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়েছিল। এছাড়া তৃতীয় রাউন্ডে শেষবার শিরোপাধারী দল বিদায় নিয়েছিল ২০১৮ সালে, যখন আর্সেনাল বাদ পড়েছিল।
