টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের আগমনকে কেন্দ্র করে প্রায় পৌনে এক ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয় শিক্ষার্থীদের। এতে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে নবনির্মিত প্লে-গ্রাউন্ড উদ্বোধন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর ১টা ১০ মিনিট থেকে উপদেষ্টার আগমন নিশ্চিত হওয়ার অপেক্ষায় শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে রাখা হয়। প্রচণ্ড রোদে দাঁড়িয়ে থাকার কারণে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পর আরেক শিক্ষার্থীও অসুস্থ হয়ে যায়। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

দুপুর ১টা ৫০ মিনিটে উপদেষ্টা বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে অভ্যর্থনা জানায়। এরপরও শিক্ষার্থীদের ২টা ৩৫ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। তবে পরিস্থিতি উপলব্ধি করে উপদেষ্টা অনুষ্ঠান সংক্ষিপ্ত করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি জানান, সংশ্লিষ্ট দুই শিক্ষার্থী বর্তমানে সুস্থ রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন বলেন, আগে থেকেই শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখা উচিত হয়নি। কর্তৃপক্ষ বিষয়টি খেয়াল করেনি। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে আরও সতর্ক থাকার আশ্বাস দেন তিনি।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। অসুস্থ শিক্ষার্থীদের লাইনে দাঁড় না করানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শিক্ষার্থীদের আরও পরে লাইনে দাঁড় করানো প্রয়োজন ছিল।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হকসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: জাগো নিউজ

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version