দেশের প্রযুক্তিপণ্য বাজারে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেডকে আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ড ইউগ্রিন-এর অফিসিয়াল জাতীয় চ্যানেল ডিস্ট্রিবিউটর হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে বাংলাদেশ জুড়ে গ্রাহকরা ইউগ্রিনের দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন আধুনিক প্রযুক্তি পণ্য সরাসরি ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে পাবেন।
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ তৌফিকুল ইসলাম বলেন, ইউগ্রিনের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের জন্য গর্বের। এর মাধ্যমে দেশের গ্রাহকদের কাছে বিশ্বমানের প্রযুক্তিপণ্য সহজলভ্য হবে। ইউগ্রিন যে গুণমান, টেকসই নকশা ও উদ্ভাবনের জন্য বিশ্বজুড়ে পরিচিত, তা নিশ্চিত করতেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এই চুক্তির আওতায় ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড দেশের বাজারে ইউগ্রিনের বিস্তৃত পণ্যের সরবরাহ নিশ্চিত করবে। এর মধ্যে রয়েছে দ্রুত চার্জিং সুবিধাসম্পন্ন পাওয়ার অ্যাডাপ্টার, মাল্টি-পোর্ট চার্জার, ইউএসবি ও টাইপ-সি কেবল, ডাটা ও চার্জিং কেবল, ডকিং স্টেশন ও হাব, ইউএসবি হাব, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ল্যান কনভার্টার, অডিও অ্যাডাপ্টার, হেডফোন ও অডিও কেবল, পাওয়ার ব্যাংক, গাড়ির চার্জার, ওয়্যারলেস চার্জারসহ দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন আধুনিক প্রযুক্তি আনুষঙ্গিক পণ্য।
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড জানায়, সব পণ্যই হবে শতভাগ আসল, মানসম্মত এবং ওয়ারেন্টিসহ। পাশাপাশি বিক্রয়োত্তর সেবা ও গ্রাহক সহায়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এতে করে গ্রাহকরা যেমন নির্ভরযোগ্য পণ্য পাবেন, তেমনি দীর্ঘমেয়াদে সেবার নিশ্চয়তাও মিলবে।
প্রসঙ্গত, ইউগ্রিন বিশ্বব্যাপী স্মার্ট ডিভাইস ও প্রযুক্তি আনুষঙ্গিক পণ্যের ক্ষেত্রে একটি সুপরিচিত নাম। আর ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশে প্রযুক্তিপণ্য আমদানি ও বিপণনে সুনামের সঙ্গে কাজ করছে।
ম্যাংগোটিভি /আরএইচ

