শাহরুখ খানের ছেলে আরিয়ান খান প্রথমবারের মতো পরিচালক হিসেবে পা রাখলেন বিনোদন জগতে। তার ওয়েব সিরিজ ‘দ্য ব্যান্ডার্ডস অব বলিউড’ নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার আগে বুধবার মুম্বইয়ে অনুষ্ঠিত হয় সিরিজের বিশেষ প্রদর্শনী।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ভারতীয় শিল্পীপতি মুকেশ ও নীতা আম্বানি। শাহরুখ খান, গৌরী খান, সুহানা খান, আরিয়ান খান ও আবরাম—সকলেই ঝলমলে সাজে উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, মুকেশ ও নীতা হাত ধরে ভেন্যুতে প্রবেশ করেন এবং ক্যামেরার সামনে পোজ দিয়ে সকলের নজর কাড়েন।

এছাড়া উপস্থিত ছিলেন আকাশ অম্বানি–শ্লোকা মেহতা, রাধিকা মার্চেন্ট ও ঈশা অম্বানি। বলিউড থেকে হাজির ছিলেন অজয় দেবগণ–কাজল, রণবীর কাপুর–আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, ভিকি কৌশল, অনন্যা পান্ডে সহ আরও অনেক তারকা।

সিরিজের অভিনয়শিল্পীদের মধ্যে লক্ষ্ম্য, রাঘব জুয়াল, সাহের বম্বা, ববি দেওল, গৌতমি কাপুর, মনোজ পাহওয়া, মনীশ চৌধুরী ও অন্যা সিংও প্রিমিয়ারে উপস্থিত ছিলেন। বিশেষ চমক ছিল ক্যামিওতে রণবীর সিং, সালমান খান, আমির খান, এস. এস. রাজামৌলি, বাদশাহ, দিশা পাটানি ও আরও অনেকের অংশগ্রহণ।

প্রদর্শনীতে তারকাখচিত উপস্থিতি আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজের প্রতি আগ্রহ ও প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

Share.
Exit mobile version