ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে দেশজুড়ে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন (ইসি) প্রতিটি উপজেলা ও থানায় অন্যূন দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত জানায়। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর অধীনে আজ থেকেই মাঠে নামবেন ম্যাজিস্ট্রেটরা। দায়িত্ব পালন চলবে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত।

ইসি জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার হয়েছে। মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতি নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা ও আচরণবিধি লঙ্ঘন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version