ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কৌতুক অভিনেতা আল-আমিন (৪০) ভিডিও ধারণ করতে গিয়ে দগ্ধ হয়েছেন। পুকুরের পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে কনটেন্ট তৈরির সময় আগুনের তীব্রতায় দগ্ধ হন তিনি। বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানিয়েছে, উপজেলার দাড়িয়াপুর ইটখলার মোড়-সংলগ্ন একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আগুন পোহাতে পোহাতে গোসল করার ভিডিও ধারণ করছিলেন আল-আমিন। এজন্য তিনি পানিতে পেট্রোল ঢেলে আগুন ধরান। পেট্রোলের পরিমাণ বেশি হওয়ায় আগুনের শিখা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেই শিখায় তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।
আল-আমিনের সহকর্মী আজাদ হোসেন জনি জানান, দগ্ধ হওয়ার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, ‘আল-আমিন এখন আগের চেয়ে ভালো আছে। সাড়া দিচ্ছে। চিকিৎসকরা যথেষ্ট আন্তরিক, পরিবারও চিকিৎসা নিয়ে সন্তুষ্ট।’
বারডেমের চিকিৎসকরা জানিয়েছেন, আল-আমিনের শরীরের ২৮ থেকে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। শুরুর দিকে তার অবস্থা আশঙ্কাজনক ছিল, তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগুনের তীব্রতা বেশি থাকায় শরীরের বড় অংশ পুড়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত, কিন্তু পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রসাত্মক ও ভিন্নধর্মী কনটেন্ট তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন আল-আমিন। শীতের শুরুতে আগুন নিয়ে নতুন কনটেন্ট বানাতে গিয়ে বিপদের মুখে পড়লেন এই কৌতুক অভিনেতা।

