সরকারের সঙ্গে আলোচনা শেষে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ভোজ্যতেল উৎপাদনকারী ও পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন—বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
রোববার (৭ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকরের বিষয়টি জানানো হয়।
সংস্থাটি জানায়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়ানো হয়েছে। একই সঙ্গে প্রতি লিটার পাম তেলের দাম বেড়েছে ১৬ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বৃদ্ধি পেয়েছে।
সরকার কয়েকদিন আগে সয়াবিন তেলের লিটারে ৯ টাকা বাড়ানোর প্রস্তাব বাতিল করলেও বাজার পরিস্থিতি ও উৎপাদন ব্যয়ের সমন্বয় বিবেচনায় আলোচনার মাধ্যমে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
নতুন দাম সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

